নিজস্ব প্রতিবেদন:  জোর করে জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার চেষ্টা। তা না করায় নিজরে বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ ছেলে-বউমার বিরুদ্ধে।  ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ঝড়খালি কোস্টাল থানা এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এক রাতে ৩টি গোখরো পিটিয়ে মেরে ছবি পোস্ট ফেসবুকে! রাতেই যুবকের সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা


ঝড়খালির কোস্টাল থানার পার্বতীপুর গ্রামের বাসিন্দা বছর নব্বইয়ের ভীম সাফুই দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ। তাঁর স্ত্রীও অসুস্থ। অভিযোগ, ছেলে অরবিন্দু সাফুই ও বউমা বকুল গত কয়েকমাস ধরে জমি লিখিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। মাঝেমধ্যেই তাঁদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন ছেলে-বউমা।  ইদানীং অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল। সোমবার রাতেই খেতে না দিয়ে বৃদ্ধ-বৃদ্ধাকে মারধরে করেন ছেলে-বউমা।


আরও পড়ুন: অনীক থেকে অ্যানি হয়ে সাত পাকে বাঁধা পড়লেন পুরনো বন্ধু সাগ্নিকের সঙ্গে! তারপর...


প্রতিবেশীরা প্রতিদিনই প্রায় অশান্তির আওয়াজ পেতেন। সোমবার রাতে বৃদ্ধার আর্তনাদ শুনে ছুটে যান তাঁরা। দেখেন  বৃদ্ধার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে বেধড়ক মারছেন বউমা বকুল। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।  সোমবার রাতেই ঝড়খালির কোস্টাল থানায় থেলে অরবিন্দ ও বউমা বকুলের বিরুদ্ধে  লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধ। সেই রাতেই তাঁদের গ্রেফতার করা হয়।