নিজস্ব প্রতিবেদন:  হাসপাতালে আগুন লেগেছে। এই গুজবে রোগীদের মধ্যে পড়ে যায় হুড়োহুড়ি। আর সেই আতঙ্কেই মৃত্যু হল এক রোগীর। অন্তত এমনই অভিযোগ পরিবারের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ হাসপাতালে। মৃতার নাম ব্রজবালা রায় (৫৫)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ধূপগুড়ির বাসিন্দা ব্রজবালা রায় তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার রাতে আচমকাই হাসপাতালে আগুন লেগেছে বলে আতঙ্ক ছড়ায়। অক্সিজেন সিলিন্ডার থেকেই আগুন লেগেছে বলে রোগীদের খবর গুজব ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে রোগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সকলেই একসঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন।


মহালয়াতেও বৃষ্টি, পরে বাড়বে আরও, জানাল আবহাওয়া দফতর


রোগীর পরিবারের অভিযোগ, আগুন-আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ব্রজবালা। এরপরই তাঁর মৃত্যু হয়।


যদিও রোগীর পরিবারের এই দাবি মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। ব্রজবালার মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে কে বা কারা হাসপাতালে আগুন লাগার গুজব ছড়াল, খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়টিও।