WATCH: চাকরি দেওয়ার নামে প্রতারণা? প্রাথমিক স্কুলের শিক্ষককে বেধড়ক মার!
স্বাস্থ্য দফতরে চাকরি জন্য় ৮ লাখ টাকা! বাঁকুড়ায় রেহাই পেলেন না প্রাথমিক স্কুলের শিক্ষক। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করলেন চাকরিপ্রার্থী ও তাঁর বাবা।
মৃত্যুঞ্জয় দাস: চাকরি দেওয়ার নামে প্রতারণা? টাকা আত্মসাৎ? রেহাই পেলেন না প্রাথমিক স্কুলের শিক্ষক। রাস্তায় ধরে তাঁকে বেধড়ক মারধর করলেন এক চাকরিপ্রার্থী ও তাঁর বাবা। তারপর তুলে দেওয়া হল পুলিসের হাতে। পূ্র্ব মেদিনীপুরের ভগবানগোলার পর এবার বাঁকুড়ার সোনামুখী।
জানা গিয়েছে, আক্রান্তের নাম জ্যোর্তিময় বাউরি। বাড়ি দুর্গাপুরে। গত কয়েক মাস ধরে বাঁকুড়ার সোনামুখীর ইসবপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। এদিন সকালে যখন স্কুলে যাচ্ছিলেন, তখন জ্যোর্তিময়ের পথ আটকান সুনীল মণ্ডল নামে এক ব্যক্তি ও তাঁর ছেলে। কোথায়? স্থানীয় রাধামোহনপুর পঞ্চায়েত টাকবাজার লাগোয়া এলাকায়। রাস্তায় ফেলে প্রাথমিক স্কুলের শিক্ষককে বেধড়ক মারধর করেন বাবা ও ছেলে।
কেন? সোনামুখী থানারই মনুই গ্রামের বাসিন্দা সুনীল মণ্ডল। তাঁর অভিযোগ, ছেলেকে স্বাস্থ্য় দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জ্য়োর্তিময়। বিনিময়ে ৯ লক্ষ টাকা চেয়েছিলেন অভিযুক্ত! এমনকী, জমি বিক্রি করে প্রাথমিক স্কুলের শিক্ষককে ৮ লক্ষ টাকা দিয়েওছিলেন তিনি। সুনীলের দাবি, তাঁর ছেলে কখনও কল্য়াণী মেডিক্য়াল কলেজে ভুয়ো নিয়োগপত্র, তো কখনও আবার ভুয়ো জয়েনিং লেটার দেন জ্যোর্তিময়। ছেলে যখন চাকরিতে যোগ দিতে যায়, তখন বিষয়টি বুঝতে পারেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিস। অভিযুক্ত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর। চাকরির জন্য টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন প্রাথমিক স্কুলের শিক্ষক জ্যোর্তিময় বাউরি।
ইডির হাতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে তখন তোলপাড় চলছে রাজ্যে। চলতি মাসে গোড়ার দিকে পূর্ব মেদিনীপুরের ভগবানগোলায় স্থানীয় এক তৃণমূল নেতা বাড়িতে চড়াও হন চাকরিপ্রার্থীরা। কেন? অভিযোগ, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি। চলে বিক্ষোভ, ধরনা। একসময়ে ভাঙচুর শুরু হয়। শেষপর্যন্ত অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে গাছে বেঁধে মারধর করেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন: Midnapore: পরিচয়হীন বলে ভর্তি নিল না হাসপাতাল! মেদিনীপুরে বেঘোরে মৃত্যু পথচারীর
পূর্ব মেদিনীপুরেই 'পার্থ ঘনিষ্ঠ' হিসেবে পরিচিত ছিলেন তৃণমূল নেতা নান্টু প্রধান। কারও কাছ থেকে ৫০ হাজার, তো কারও ৫ লক্ষ। চাকরি দেওয়ার নাম করে নান্টুও বিপুল অঙ্কের টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। ২০১৮ সালে ওই তৃণমূল নেতা খুন হন! এখন চাকরিপ্রার্থীদের টাকা ফেরাচ্ছেন তাঁর বৃদ্ধ বাবা। এমনকী, চাকরিপ্রার্থীদের টাকা ফেরাতে গিয়ে বেশ কিছু সম্পত্তিও বিক্রি করে দিয়েছেন তিনি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)