ওয়েব ডেস্ক : বানভাসি পরিস্থিতি। চারিদিকে হাহাকার। এই পরিস্থিতিতে একটি ট্রেন বাঁচিয়ে দিল প্রায় এক হাজার মানুষের জীবন। বালুরঘাট স্টেশনে দাঁড়িয়ে রয়েছে গৌড় এক্সপ্রেস। সোমবার থেকে ট্রেনের চাকা গড়ায়নি। দাঁড়িয়ে থাকা ট্রেনই হয়ে গেছে ত্রাণশিবির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আত্রেয়ীর গ্রাসে ভিটেমাটি সব গেছে। দুর্যোগের রাতে হাতের কাছে যা পেয়েছেন তা নিয়ে পালিয়েছেন মানুষগুলি। আশ্রয় পেয়েছেন এই প্ল্যাটফর্মে। অসহায় মানুষগুলির পাশে দাঁড়িয়েছে বালুরঘাট স্টেশন কর্তৃপক্ষ। থাকার জন্য খুলে দেওয়া হয়েছে ট্রেনের দরজা।


গ্রামবাসীদের চাল, ডাল দিয়ে সাহায্য করাই শুধু নয়। দিনরাত ঘিরে থেকে নিরাপত্তা দিচ্ছেন RPF কর্মীরা। বাড়িতে যতদিন না ফেরা যাচ্ছে, ততদিন এই ট্রেনেই থাকতে চাইছেন ভিটেমাটি হারা মানুষগুলি।


আরও পড়ুন, ২৮ অগাস্ট পর্যন্ত কোনও ট্রেন শিলিগুড়ি যাবে না : উত্তর-পূর্ব রেল