New Barrackpore: রাতে মায়ের সঙ্গে ঝগড়া, আর সকালে... ছাত্রীর মৃত্যুতে শোরগোল নিউ ব্যারাকপুরে...
স্থানীয় সূত্রে খবর, পারস্মিতা মজুমদার। বাড়ি নিউ ব্য়ারাকপুরের এসএন ব্যানার্জি রোডে। গতকাল রবিবার রাতে মায়ের সঙ্গে কোনও বিষয়ে কথা কাটাকাটি হয় বছর চোদ্দোর মেয়েটির। বকার খাওয়ার পর তখন চুপচাপই ছিল সে। শুতে চলে গিয়েছিল নিজের ঘরে।
সৌমেন ভট্টাচার্য: রাতে মায়ের সঙ্গে ঝগড়ার পর, সকালে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ! আত্মহত্য়া করল নবম শ্রেণির এক ছাত্রী। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে নিউ ব্যারাকপুরে। তদন্তে নেমেছে পুলিস।
আরও পড়ুন: Kolkata Yellow Taxi: কলকাতার রাস্তা থেকে উধাও হবে হলুদ ট্যাক্সি? চলে এল বড়সড় আপডেট...
স্থানীয় সূত্রে খবর, পারস্মিতা মজুমদার। বাড়ি নিউ ব্য়ারাকপুরের এসএন ব্যানার্জি রোডে। গতকাল রবিবার রাতে মায়ের সঙ্গে কোনও বিষয়ে কথা কাটাকাটি হয় বছর চোদ্দোর মেয়েটির। বকার খাওয়ার পর তখন চুপচাপই ছিল সে। শুতে চলে গিয়েছিল নিজের ঘরে। এরপর আজ সোমবার সকালে যথারীতি কাজে বেরিয়ে যান বাবা। দাদাও তখন কলেজে। মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগেই ফ্ল্যাটে ছাদে চলে যায় পারস্মিতা। এরপর ঝাঁপ নিচে ঝাঁপ দেয়!
এদিকে উপর থেকে ভারী কিছু পড়ার শব্দে শুনে আশেপাশের বাড়ি থেকে উঁকি দেয় প্রতিবেশীরা। জড়ো হয়ে যান পথ চলতি কিছু মানুষও। তাঁরা দেখেন, রত্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি মেয়ে। এরপরই শুরু হয় চিত্কার-চেঁচামিচি। ঘর থেকে বেরিয়ে আসেন ওই ছাত্রীর মা-ও। মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিত্সকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ ব্যারাকপুর থানার পুলিস। জিজ্ঞাসাবাদ চলছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক বছরে ধরে এসএন ব্যানার্জি রোডে ফ্ল্যাট কিনে বসবাস করছে মজুমদার পরিবার। পরিবারের কোনও অশান্তি ছিল না।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১ কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
আরও পড়ুন: RG Kar: মোট ১০ ময়নাতদন্তের রিপোর্ট তলব! আরজি কর-কাণ্ডে তদন্তে নয়া মোড়...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)