Uttarpara: দশম শ্রেণির ছাত্রকে সপাটে `চড়` শিক্ষকের, থানায় অভিযোগ মা-র
আঘাত লেগেছে কানে।
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ কুড়ি মাসের অপেক্ষার অবসান। অবশেষে স্কুল খুলেছে। ক্লাসরুমে পড়াশোনার ফাঁকে ফের হইহুল্লোড়ে মেতে উঠেছে পড়ুয়ারা। দশম শ্রেণির এক ছাত্রকে সপাটে চড় কষিয়ে দিলেন শিক্ষক! কানের ব্যথায় আপাতত ঘরবন্দি সে। এমনকী, কানে অস্ত্রোপচারও করা হতে পারে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রের মা। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার অমরেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে।
জানা গিয়েছে, আক্রান্ত ছাত্রের নাম শুভজিৎ মান্না। সে একা নয়, বুধবার টিফিনের পর ক্লাসরুমে বাজিয়ে গান করছিল দশম শ্রেণির অন্য ছাত্ররাও। তখন ক্লাসরুমে পাশ দিয়ে যাচ্ছিলেন স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক গৌতম রুইদাস। তিনি শুভজিৎ-কে চড় মারেন বলে অভিযোগ। কেন? ক্লাসের পর আবার প্রধানশিক্ষকের কাছে অভিযোগ জানায় দশম শ্রেণির ছাত্রটি। তারপর? অভিযোগ, প্রধানশিক্ষকের ঘর থেকে বেরনোর সময়ে ফের শুভজিতের কানের পাশে চড় মারেন অভিযুক্ত শিক্ষক।
আরও পড়ুন: Canning: মোবাইল না পেয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্র
বাড়ি ফিরে মা-কে গোটা ঘটনাটি জানায় দশম শ্রেণীর ছাত্রটি। এদিন সকালে ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যান তিনি। ডাক্তার বলেছেন, শুভজিতের বাঁ কানে চোট লেগেছে। ৬ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। তারপর প্রয়োজনে অস্ত্রোপচারও করতে হতে পারে। উত্তরপাড়া থানায় ইতিমধ্যে শিক্ষক গৌতম রুইদাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কেন চড় মারলেন? অভিযুক্ত শিক্ষকের দাবি, 'শুভজিৎ প্রধানশিক্ষকের ঘরে ডাকা হয়েছিল। সেখানে সে দেখে নেওয়ার হুমকি দেয়। ব্যক্তিগত আক্রোশ নেই। ধরতে গিয়ে কানে লেগে গিয়েছে'।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)