নিজস্ব প্রতিবেদন: ভগবানপুর ২ ব্লকের এক্তারপুর এলাকায় শাসকদলের কার্যালয় লক্ষ করে গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। উত্তপ্ত ভগবানপুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: টিকা কিনল রাজ্য, পুনে থেকে কলকাতায় এল ২ লক্ষের বেশি Covishield


জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধে সাড়ে ৮ টা নাগাদ যখন দলীয় কার্যালয়ের সামনে বসে চা খাচ্ছিলেন তৃণমূল কর্মীরা, তখনই অতর্কিতে হামলা চলে। গুলি চালায় একদল দুষ্কৃতী। সেখানেই গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী দ্বারকেশ দাস। বাড়ি ভূপতিনগর থানার বাঘাদাঁড়ি এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে মুগবেড়িয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে তাঁকে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই দ্বারকেশ দাসের চিকিৎসা চলছে।


আরও পড়ুন: 'করোনা মোকাবিলায় সাংসদ তহবিলের টাকা ব্যবহার করুন', ফের DM-কে চিঠি Adhir-র


ঘটনার দায় পুরোপুরি বিজেপির উপর চাপিয়েছে তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরির অভিযোগ, ভগবানপুর বিধানসভা কেন্দ্রে জয়ের পর থেকেই তৃণমূল কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি। শাসকদলের কর্মীদের মেরে ফেলার চেষ্ঠা চলছে। আইনি পথে জবাব দেওয়া হবে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তীর পালটা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা। এরসঙ্গে বিজেপির কোনও যোগ নেই। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। চলে পুলিশি টহলদারি।