নিজস্ব প্রতিবেদন:  পণের দাবিতে গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দেউলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: স্বামী কাজে বাইরে, ঘরে একাই বৌদি, বাড়িতে ঢুকলেন দেওর! তারপর...


দেউলবাড়ির শ্যামনগর গ্রামের বাসিন্দা সাগর সর্দারের সঙ্গে  বিয়ে হয় শিলার। অভিযোগ, বিয়ের পর থেকে নানা কারণে শ্বশুরবাড়ির সদস্যরা তাঁর উপর অত্যাচার করতেন। শিলাকে মারধর করা হত বলেও অভিযোগ। বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দেওয়া হত। বেশ কয়েকবার বাপের বাড়ি থেকে টাকাও নিয়ে যান শিলা। কিন্তু মাঝেমধ্যে শ্বশুরবাড়ির সদস্যদের কথা না শুনলেই জুটত মারধর।


আরও পড়ুন: বীরভূমে কেষ্টর গড়ে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী, অভিযোগ সিপিএমের বিরুদ্ধে


রবিবার রাতেও শিলার ওপর অত্যাচার করা হয় বলে জানান প্রতিবেশীরা। শিলার পরিবারের দাবি, রাত ১১ টা নাগাদ প্রতিবেশীদের কাছ থেকে তাঁরা বিষয়টি জানতে পারেন। খবর পাওয়ার পরই শিলার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন তাঁর বাবা-মা। শ্বশুরবাড়িতে গিয়ে শিলাকে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।


আরও পড়ুন: মাংস কিনতে গিয়েছিলেন মা, ফিরে এসে স্বামীকে দুই মেয়ের সঙ্গে যে অবস্থায় দেখলেন...


শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে শিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। পুলিস গিয়ে শিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযোগের ভিওিতে তদন্ত শুরূ করে কুলতলি থানার পুলিস।