নিজস্ব প্রতিবেদন:  মদের আসরে বিবাদ। ভাইকে গুলি করে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য নিমতার পাটনার অম্বিকানগরে। মৃতের নাম অভিজিত্ বারুই (২২)। এই ঘটনায় অভিযুক্ত দাদা সুরজিত্ বারুই ছাড়াও সঞ্জয় মিত্র নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিস। আদালত তাদের ৯ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



রবিবার রাত ১ টা নাগাদ মদের ঠেকে বসে মদ্যপান করছিল অভিজিৎ রারুই ও তার দাদা সুরজিৎ। মদ্যপানের সময় দুই ভাই বচসায় জড়িয়ে পড়ে। অভিযোগ, সুরজিৎ অভিজিতকে লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার।


হার্টঅ্যাটাকে আক্রান্ত অশোক ভট্টাচার্যের অবস্থার অবনতি, কলকাতায় আনার চেষ্টা


এই ঘটনায় নিমতা থানার পুলিস সুরজিতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। যদিও নিমতা থানার পুলিসের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। তাঁদের দাবি,  পুলিলকে বারবার বলা হলেও মদের ঠেক ভাঙার বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি।


প্রসঙ্গত, মাস কয়েক আগে এই পাটনা অঞ্চলেই তৃণমূল নেতা নির্মল কুণ্ডু খুন হন। তারপর থেকে অঞ্চলে সারাক্ষণ পুলিশ মোতায়েন রয়েছে। তাসত্ত্বেও এই খুনের ঘটনায় নিমতা থানার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। কয়েকদিন আগেই পাটনা থেকে দুই ব্যাগ ভর্তি কৌটো বোমা উদ্ধার হয়।