নিজস্ব প্রতিবেদন: দাঁড়িভিটকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আটক যুবক। ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনায়। তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে সূরজ বিশ্বাস নামে ওই যুবককে আটক করে পুলিস।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইসলামপুরের দাঁড়িভিটে উর্দু ও সংস্কৃত শিক্ষকের বিরোধিতা করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। সেই বিক্ষোভ থামাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুজনের। ঘটনার পর পুলিস দাবি করেছে, তাদের গুলিতে ওই দুজনের মৃত্যু হয়নি। এর পিছনে আরএসএস-বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে মিলান থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনার পর ফেসবুকে পোস্ট করেন কালনার বাসিন্দা সূরজ বিশ্বাস। তাঁর দুটি পোস্ট আপত্তিকর ও অশ্লীল বলে দাবি করে পুলিসের কাছে অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা নীল দত্ত। তাঁর অভিযোগের ভিত্তিতে সূরজকে আটক করে পুলিস।




তৃণমূল নেতা নীল দত্তের দাবি, মুখ্যমন্ত্রী ও পুলিসকে নিয়ে অশ্লীল ও কুরুচিকর মন্তব্য করেছেন ওই যুবক। 


সূরজকে পুলিস আটক করার পর বিরোধীদের দাবি, এরাজ্যে গণতন্ত্র নেই। ফেসবুকে প্রতিবাদ করলেও পুলিস নিরীহদের ধরে নিয়ে যাচ্ছে। 


আরও পড়ুন- লিটন আউট না নটআউট, কী বলছে ভিডিও?