নিজস্ব প্রতিবেদন:  জমি বিক্রির টাকা হাতাতে বন্ধুকে খুন। আর তারপর সেই মৃতদেহ নদীতে ভাসিয়ে দেয় অভিযুক্ত তিন বন্ধু। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাউতবাগানে। একজনকে পুলিস গ্রেফতার করেছে। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে। সিভিল ডিফেন্স বাহিনী ও পুলিস পাংগা নদীতে মৃতদেহের সন্ধান চালাচ্ছে। মৃতের নাম পঙ্কজ শিকদার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: স্বামীর মোবাইলের গ্যালারিতে চোখ যেতেই থ স্ত্রী! পরিণতি মর্মান্তিক...


পঙ্কজের স্ত্রী কমলা জানিয়েছেন,  সম্প্রতি তাঁর স্বামী ২ কাঠা জমি বিক্রি করবে বলে পড়শি এক ক্রেতার কাছ থেকে ৭৫হাজার টাকা আগাম নেন। অভিযোগ, সেই টাকা হাতাতেই বন্ধুরা মিলে খুন করে ওই যুবককে। পুলিস জানিয়েছে,  জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। জানা গিয়েছে, জমি বিক্রির মোট  ৯৫ হাজার টাকা হাতানোর জন্য বন্ধুকে খুন করে তারা।