নিজস্ব প্রতিবেদন: বাবার উপরে অভিমানে সিমেন্ট খেলেন কিশোর। পেট কেটে ২ কেজি সিমেন্টের চাঁই উদ্ধার করলেন চিকিত্‍সকরা। ঘটনাটি ঝাড়খণ্ডের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়াশুনোর ফাঁকে মৃত্শিল্পী বাবাকে সাহায্য করে ঝাড়খণ্ডের বাসিন্দা বিমল পাল। কিন্তু ইদানীং ফেসবুক ও হোয়াটস অ্যাপেই মজেছি সে। এনিয়ে বহুবার আপত্তি করেছেন পরিজনরা। দুদিন আগে ছেলেকে বকুনি দেন বাবা। সেই অভিমানেই প্রায় ২ কেজি সিমেন্ট খেয়ে নেয় বিমল পাল। প্রথমে বীরভূমের হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্থানান্তিরত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। বেশ কয়েক ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর পেট কেটে ২ কেজি ওজনের সিমেন্টের চাঁই উদ্ধার করে ১০ জন চিকিত্সকের দল ।  


বর্ধমান হাসপাতালে এই অস্ত্রোপচার নিয়ে প্রথমে সন্দিহান ছিলেন সুপার। তবে সফলভাবেই অস্ত্রোপচার করেছেন চিকিত্সকরা। আপাতত সুস্থ বিমল পাল।


আরও পড়ুন- দক্ষিণ পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর,দীর্ঘ লাইনে এড়িয়ে অ্যাপেই কাটুন টিকিট