Sankrail Murder: খাল থেকে উদ্ধার যুবকের `নলিকাটা` দেহ, হাঁসখালি পোল এলাকায় চাঞ্চল্য
খাল থেকে উদ্ধার যুবকের নলিকাটা দেহ। ঘটনার তদন্তে সাঁকরাইল থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য।
নিজস্ব প্রতিবেদন: খাল থেকে উদ্ধার যুবকের নলিকাটা দেহ। ঘটনার তদন্তে সাঁকরাইল থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য।
ঘটনাটি ঘটেছে, হাওড়ার সাঁকরাইল থানা এলাকার চাঁদমারি রোডের হাঁসখালি পোল এলাকায়। স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে খালে অজ্ঞাত পরিচয় এক যুবককে খালে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। কাছে গেলে দেখা যায়, নলি কাটা গলার অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিসে খবর দেয় এলাকাবাসী। পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিসের অনুমান ওই যুবককে খুন করে ফেলে দেওয়া হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিস। যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।