নিজস্ব প্রতিবেদন : একই নামে তিনটি আধার কার্ড। তিনটি কার্ডের আবার আলাদা আলাদা নম্বর। আর তাতেই বেজায় বেকায়দায় বীরভূমের নানুরের চারকল গ্রামের এক পরিবার। তিনটি আধার কার্ড থাকায় মেয়েকে স্কুলে ভর্তি করতে পারছেন না চার বছরের অনন্যা পালের বাবা-মা। ইতিমধ্যেই বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানিয়েছেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অনন্যার মা রূপা পালের দাবি, স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়ের আধার-এর জন্য আবেদন করেছিলেন তিনি। সেখানে ছবি তোলা ও অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়। পোস্টে আধার কার্ড বাড়িতে পৌঁছতে তো চক্ষু চড়কগাছ সবার। পর পর তিনটি আধার কার্ড পৌঁছয় অনন্যার বাড়িতে। কার্ডগুলিতে নাম ঠিকানা ঠিক থাকলেও, তিনটি কার্ডের নম্বর আলাদা। এরপরই বিভ্রান্তিতে পড়ে অনন্যার পরিবার। স্থানীয় প্রাথমিক স্কুলে মেয়েকে ভর্তি করাতে গিয়েও এই সমস্যার জন্য ফিরে আসতে হয়েছে তাঁদের। এমনকি কোনও ধরনের সরকারি সুযোগ সুবিধাও মেয়ের জন্য নিতে পারছেন না তাঁরা।


ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র-সহ সংশ্লিষ্ট দফতরে। তবে এখনও সুরাহা হয়নি বলেই অভিযোগ অনন্যার পরিবারের।


আরও পড়ুন- মেয়েক পাচারকারীদের হাতে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার বাবা