প্রবীর চক্রবর্তী ও বিক্রম দাস: নজরে সন্দেশখালি। 'মাদক পাচারে যাঁরা অভিযুক্ত, তাঁদের টিকিট দিয়েছে'। বীরভূমে দলীয় বৈঠকের পর বিজেপি নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Abhishek Banerjee: বীরভূমে বাড়বে, বোলপুরেও বাড়বে জয়ের ব্যবধান! আত্মবিশ্বাসী অভিষেক


ঘটনাটি ঠিক কী? আরও বিপাকে শেখ শাহাজাহান। সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা এবার ইডির হেফাজতে। তাঁর বিপুল অর্থ উৎস সন্ধানে মরিয়া হয়ে উঠেছেন কেন্দ্রের আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ম্যারাথন জেরার মুখে শাহাজাহানের সংস্থা 'শেখ সাবিনা ফিশারি'র ম্যানেজার মহিদুল মোল্লা। বস্তুত, কীভাবে টাকা জমা পড়ত? জেরায় তা জানিয়েছে। ইডি সূত্রের তেমনই খবর।


এদিকে আজ, বুধবার যখন স্বাস্থ্য় পরীক্ষার পর শেখ শাহজাহানকে ইডি-র দফতরে আনা হয়, তখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'সব মিথ্যা। রাজনৈতিক ষড়যন্ত্র'। অভিষেক বলেন, 'মাদক পাচারে যাঁরা অভিযুক্ত, বিজেপি তাঁদের টিকিট দিয়েছে। আগে প্রশ্ন করুন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত  মজুমদারকে।  পশ্চিমবঙ্গ পুলিস কেস দেয়নি। কেস দিয়েছে গুয়াহাটি পুলিস। তাঁকে বারাসতে প্রার্থী করেছে। বিজেপি বিধায়ক বলছে, শান্তনু ঠাকুর হচ্ছে গাঁজাখোর। আমি বলছি না, অসীম সরকার বলছে। হরিণঘাটার বিধায়ক'।



চুপ করে থাকেনি বিজেপিও।  দলের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, 'আমরা সরাসরি জিজ্ঞেস করতে চাই, সরিফুল মোল্লা কোথায়! অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের জবাব দেওয়া উচিত যে. আফগানিস্থান থেকে দুশো কোটি টাকার যে মাদক, সন্দেশখালির জেলিয়াখালির সরিফুল  এন্টারপ্রাইজের নামে বুক হয়েছিল, সেই সরিফুল মোল্লা ২ বছরে কোথায় গেলেন? সরিফুল মোল্লা থাকলে পরে অনেক মাথার নাম কী করে ফেলতেন? তাই মাদকের প্রশ্ন যদি আসে, কালীঘাটের কাছে একটা প্রার্থনা করব, মা সরিফুলকে খুঁজে দাও। শান্তিনিকেতন শান্তি ফেরাও'।


আরও পড়ুন:  Heat Wave Alert: রাজ্যজুড়ে বইবে লু, সতর্কতা জারি আবহাওয়া দফতরের...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)