নিজস্ব প্রতিবেদন: কোভিড টিকাকরণ শেষ হলেই নাগরিকত্ব। ঠাকুরনগরের সভায় জানিয়ে দিয়ে গিয়েছিলেন অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার সেখানেই শাহের প্রতিশ্রুতির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়,'১৩০ কোটির টিকাকরণ শেষ হতে ৮ থেকে ১০ বছর লাগবে। তার মানে গোটাটাই ভাঁওতা।'   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, 'টিকাকারণ শেষ হলে সিএএ চালু হবে বলেছে। ১৩০ কোটির মানুষকে ভ্যাকসিন দিতে কত সময় লাগবে! নয় নয় করে ৮ থেকে ১০ বছর লাগবে। তার মানে ভাঁওতা। আরে নাগরিকত্ব কাদের দেবে? আপনাদের আধার কার্ড নেই! পরিয়পত্র নেই! বিজেপি আবার কী দেবে! ভোটার কার্ড দেখিয়েই তো আপনারা ভারতের প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন। এই মানুষগুলো অবৈধ হলে নরেন্দ্র মোদীও অবৈধ।' 


অভিষেকের সংযোজন,'কে ভাই নাগরিকত্ব দেওয়ার তুমি? অসমে দেখেছেন তো কী হয়েছে! ১৯ লক্ষের মধ্যে ১২ লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসি করে বের করে দিচ্ছে। রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী বলছে এনআরসি-র চর্চাই হয়নি। ওদিকে অমিত শাহ বলছেন সিএএ হবে।'  


গত ডিসেম্বরে বোলপুরে অমিত শাহ (Amit Shah) বলেছিলেন,'আপাতত CAA কর্মসূচি কার্যকর করা হচ্ছে না। টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ভাবনাচিন্তা করা হবে।' এনিয়ে মতুয়াসমাজে তৈরি হয় উৎকণ্ঠা। ঠাকুরনগরে এসে শাহ জানিয়ে দেন, 'টিকাকরণ শেষ হওয়ার পরই সিএএ লাগু হবে।'  


আরও পড়ুন -