সোমা মাইতি: মুর্শিদাবাদে 'নবজোয়ার'। জাতীয় সড়কে ঢল নামল তৃণমূল কর্মী-সমর্থকদের। ভিড় জমালেন বহু সাধারণ মানুষ! গাড়ির ছাদে উঠলেন পড়লেন অভিষেক। যেখানে ভিড় তুলনামূলক কম, সেখানে আবার গাড়ি থেকে নেমেও জনসংযোগ করতে দেখা গেল তাঁকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখতে দেখতে প্রায় দুই সপ্তাহ পার। পঞ্চায়েত ভোটে কাকে প্রার্থী চান? মতামত জানাচ্ছেন সাধারণ মানুষ। কাকদ্বীপ থেকে কোচবিহার। জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির পোশাকি নাম, তৃণমূলে 'নবজোয়ার'।


উত্তরবঙ্গে 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি শেষ। মালদহে এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।  ইংরেজবাজারে এক মঞ্চে দেখা গিয়েছিল মমতা-অভিষেককে। মুখ্যমন্ত্রী কথায়, 'একটানা ২ মাসের কর্মসূচি নিতে ওকে বারণ করেছিলাম। বলেছিলাম, কয়েকদিন ছাড়া ছাড়া করতে। কিন্তু এখনকার ছেলে জেদ বেশি, শুনল না'।


আরও পড়ুন: Mamata Banerjee: 'একের বিরুদ্ধে এক প্রার্থী', চব্বিশে জোটের রণকৌশল মমতার গলায়!


এদিন মালদহ থেকে ফরাক্কা হয়ে মুর্শিদাবাদের পৌঁছন অভিষেক। ৩৪ জাতীয় ধরে তখন জঙ্গিপুরের দিকে যাচ্ছেন তিনি। চারপাশে কার্যত জনসমুদ্র! রাস্তায় বিভিন্ন মোড়ে দলের পতাকা হাতে হাজির তৃণমূল কর্মী-সমর্থকরা। সঙ্গে সাধারণ মানুষও! গাড়ির মাথায় উঠে পড়েন অভিষেক। যাঁরা এসেছিলেন, হাত নেড়ে তাঁদের অভিনন্দন জানান তিনি। 



এর আগে, একই দৃশ্য় দেখা গিয়েছিল উত্তর দিনাজপুরেও। ভিড় জনসমুদ্রের আকার নিয়েছিল। ইটাহারে গাড়ির ছাদে উঠে পড়েছিলেন অভিষেক। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)