জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বন্‍‌ধের নামে বিশৃঙ্খলা চলছে'। ডিএ আন্দোলনের বিরুদ্ধে এবার সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'অধিকার আদায়ের জন্য় আন্দোলন হতেই পারে। ডিএ আন্দোলনকারী ধর্মঘট ডেকেছেন। মানুষ ধর্মঘট সমর্থন করে না। কর্মনাশা বনধ চায় না'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাজেটের পর ফের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ৩৮ শতাংশের বদলে এবার ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মীদের আর কতদিন অপেক্ষা করতে হবে? বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'ডিএ দেওয়ার ক্ষমতা নেই'। তাঁর আরও বক্তব্য়, 'আর কত চাই? কত দিলে সন্তুষ্ট হবেন? দয়া করে আমার মুণ্ডু কেটে নিন, তাহলে যদি আপনারা সন্তুষ্ট হন'।


আরও পড়ুন: Baruipur Murder Case: উচ্চ মাধ্যমিকের ছাত্রকে মেরে ঝুলিয়ে দেওয়া হল! প্রেমের করুণ পরিণতি


এদিকে বকেয়া ডিএ-র দাবিতে এখনও অনড় যৌথমঞ্চ। এদিন রাজ্যজুড়ে ধর্মঘট পালন করলেন আন্দোলনকারী। কীভাবে? স্কুল, আদালত-সহ বিভিন্ন সরকারি দফতরের সামনে বিক্ষোভে সামিল হন অনেকেই। আবার যেসমস্ত সরকারি কর্মচারী স্বেচ্ছা কাজে যোগ দিতে যান, তাঁদের বাধাও দেওয়া হয় বলে অভিযোগ। 


এদিন দক্ষিণ ২৪ পরগনার বজবজে চড়িয়াল সেতুর উদ্বোধন করেন অভিষেক। বজবজ ও পূজালি পুর এলাকার মধ্য়ে সংযোগ রক্ষা করবে এই সেতু। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিএ ধর্মঘটের প্রসঙ্গ তোলেন ডায়মন্ড হারবারের সাংসদ।



আরও পড়ুন:  DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া


এর আগে, বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে সরকারি কর্মচারীদের ডিএ-র বিষয়ে জানতে চান রাজ্যপাল। সিভি আনন্দ বোসের কাছে রাজ্যের অবস্থান ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাতে ডিএ আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের আবেদন জানান রাজ্যপাল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)