নিজস্ব প্রতিবেদন: ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বৃহস্পতিবার নাড্ডার কনভয় লক্ষ্য করে হামলা, ইটবৃষ্টির অভিযোগ উঠেছে। ওই ঘটনায় তৃণমূলকে নিশানা করে বাংলায় গুন্ডারাজের অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এনিয়ে আরামবাগের সভা থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, 'আজ বিজেপির জেপি নাড্ডা ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে। তা আমি কী করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়!'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডায়মন্ডহারবারের সুলতানপুরে এদিন সাংগঠনিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন জেপি নাড্ডা। অভিযোগ, নাড্ডার কনভয় শিরাকোল মোড়ে পৌঁছতেই চড়াও হন তৃণমূল কর্মী, সমর্থকরা। নাড্ডার গাড়ি আটকে দেওয়া হয়। পাথর ছোড়ার অভিযোগও উঠেছে। ওই ঘটনায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া,আজ বিজেপির জেপি নাড্ডা ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে। তা আমি কী করতে পারি! সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়।' 


কেন মানুষের ক্ষোভ, তার ব্যাখ্যাও দেন অভিষেক। বলেন,'লকডাউনের সময় মানুষের খোঁজ নেননি। জিএসটি, নোটবন্দি করে মানুষের জীবনে অন্ধকার এনেছেন আপনারা। একদিনও খোঁজ নেননি। লকডাউনের সময় কোন নেতাকে খোঁজ নিতে দেখেছেন আপনারা? ক'বার লকডাউনে মানুষের পাশে দেখতে পেয়েছেন? একমাত্র যদি কেউ দাঁড়িয়ে থাকে, কালীঘাটে টালির ছাদেরতলায় সেই মহিলা।' তিনি আরও বলেন,'মানুষকে হিসাব দিতে হবে না। আসল বন্ধু কে, তা মানুষ ভালো করে জানে। সিপিএম-বিজেপি কংগ্রেস এক। যত কম বলা যায় তত ভালো।'


আরও পড়ুন- শিরাকোলে ধুন্ধুমার, আটকে পড়ল Nadda-র কনভয়, বিজয়বর্গীয়র গাড়ি ভাঙচুরের অভিযোগ