Abhishek Banerjee: `কলকাতার বুকে ৫ হাজার ডাক্তারকে নিয়ে কনভেশন করব`, ঘোষণা অভিষেকের
স্বাস্থ্যে `ডায়মন্ড হারবার মডেল`। `কলকাতার বুকে ৫ হাজার ডাক্তারকে নিয়ে কনভেশন করব`, ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবে? পয়লা বৈশাখ।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: স্বাস্থ্যে 'ডায়মন্ড হারবার মডেল'। 'কলকাতার বুকে ৫ হাজার ডাক্তারকে নিয়ে কনভেশন করব', ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবে? পয়লা বৈশাখ।
আরও পড়ুন: Deadly Bus Accident: ভয়াবহ! ব্রিজ থেকে বাস সোজা গিয়ে পড়ল নদীতে; কান্না, হাহাকার, মৃত্যু...
আরজি করে আবহে নজরে স্বাস্থ্য। পোশাকি নাম, 'সেবাশ্রয়'। আজ, শনিবার নিজের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারের নয়া কর্মসূচি ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমরা যখন ঠিক করেছিলাম, আমরা একটা স্বাস্থ্য শিবির করব, যে স্বাস্থ্য শিবির প্রায় ২৩ লক্ষ লোকের কাছে স্বাস্থ্য পরিষেবার পৌঁছে দেবে। আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, প্রত্যেকটা ক্যাম্পে আমরা দুটি শিফটে ডাক্তারবাবুদের অংশগ্রহণ করতে বলি। কেউ প্রাইভেট প্র্যাকটিস করে, কেউ সরকারে চাকরি করে। তাঁরা সপ্তাহের দু'দিনের বেশি সময় দিতে পারবেন না। ২-৩ শো ডাক্তার হলে আমরা ভেবেছিলাম আমরা এই কাজটা সফল বা সার্থক করতে পারব'।
অভিষেক জানান, 'পরবর্তী ক্ষেত্রে দেখি প্রায় ২৩ লক্ষ লোকের কাছে পৌঁছাতে গেলে, একটি লোকসভা বিস্তীর্ণ এলাকাজুড়ে যদি আপনি দেখেন, তাহলে একটা লোকসভাতে ২ হাজার বুথ আছে। সেই ২ হাজার বুথে প্রায় ২৩ লক্ষ ২৪ লক্ষ লোক থাকে। প্রত্যেকটা বিধানসভা যদি আমরা ১০ দিন করে এক একটা শিবির করি, তাহলে খুব কম করেও আমাদের ৪০০ থেকে ৫০০ ডাক্তার প্রয়োজন হবে। কালকে রাত যা খবর পেলাম, ৪০০ ছাপিয়ে, ৫০০ ছাপিয়ে, ৬০০ ছাপিয়ে, হাজার ছাপিয়ে, ১২০০ ডাক্তার, তাঁদের ডিটেলস আমাদের পাঠিয়েছে। আজকে এই অডিটোরিয়ামে আমরা জায়গা দিতে পারেনি'।
অভিষেকের ঘোষণা, 'এই কর্মসূচি অর্থাত্ সেবাশ্রয়, শেষ হওয়ার পরে জানুয়ারি, ফ্রেরুয়ারি, মার্চের মধ্যিখানে অর্থাত্ ১৫-১৬ তারিখ নাগাদ যদি শেষ হয়, আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে ৫ হাজার ডাক্তারের কনভেনশন করব। এবং কলকাতার বুকে করব। যাঁরা আজকে আসতে পারেনি, তাঁদের সবাইকে আমরা সেদিন আসার সুযোগ করে দেব'।
আরও পড়ুন: Chandrakona: দীর্ঘ ৪৫ বছর পেরিয়ে গিয়েছে, কেউ কথা রাখেনি! ভাঙা সাঁকোর জায়গায় সেতু কবে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)