নিজস্ব প্রতিবেদন: একদিকে রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা (Corona) গ্রাফ। অন্যদিকে গঙ্গাসাগর মেলাকে (Gangasagar Mela 2022) ঘিরে আশঙ্কা। এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবার মডেল (Dimond Harbour Model) শুরু করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদকের সেই ভাবনার সুফল মিলল হাতেনাতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ডায়মন্ড হারবারে (Dimond Harbour) পজিটিভিটি রেট ৩ শতাংশের নীচে। সংক্রমণের হার ২.৮২ শতাংশ। করোনা (Corona) পরীক্ষা হয়েছে ৬৭০৬ জনের। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ১৮৯ জন। গোটা পুলিস জেলায় 'ডক্টরস অন হুইলস'-এ করোনা (Corona) পরীক্ষা হয়েছে ২৫২৯ জনের। গোটা পুলিস জেলায় মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা ২৭। 


অন্যদিকে স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Corona) আক্রান্ত ১৪ হাজার ৯৩৮ জন। মৃত ৩৬। রাজ্যে সংক্রমণের হার ২৭.৭৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ৩ হাজার ৮৯৩ জন। মৃত ১২। শহরের সংক্রমণ হার ৩৯.৬৫ শতাংশ।    


কী এই ডায়মন্ডহারবার মডেল?


তাঁর নির্বাচনী এলাকায় 'ডক্টরস অন হুইলস' পরিষেবা চালু করার কথা আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। সেই ঘোষণা মতো দক্ষিণ ২৪ পরগনার ৫টি ব্লকে ঘুরবে 'ডক্টরস অন হুইলস'। ব্লকগুলি হল, বজবজ-১ (Budge Budge), বজবজ-২, বিষ্ণুপুর-১ (Bishnupur), বিষ্ণুপুর-২। এই পরিষেবায় জড়িত রয়েছেন ২৬ জন চিকিত্সক। সঙ্গে থাকবেন স্বাস্থ্যকর্মীরাও। টানা ১৭ দিন ধরে চলবে 'ডক্টরস অন হুইলস'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)