নিজস্ব প্রতিবেদন:  পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে  ধুন্ধুমার অশোকনগরে। ৫ ঘণ্টা ধরে চলছে পথ অবরোধ।  সরকারি বাস ভাঙচুর উত্তেজিত জনতার।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে অশোকনগর থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মঙ্গলবার সকালে অশোকনগরের সুরিয়া মোড়ে একটি দশ চাকা লরির  সঙ্গে বাইকের  সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। বাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন লরি চালক। বাইককে ধাক্কা মারলে ছিটকে পড়ে যান আরোহী। লরির চাকায় পিষ্ট হয়ে যায় তাঁর দেহ।


আরও পড়ুন, "মা-মেয়ের সম্পর্ক বড়মা-মুখ্যমন্ত্রীর", ঠাকুরনগরের সভা থেকে সদর্পে দাবি ফিরহাদের


এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিস ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিস রাস্তার মোড়ে দাঁড়িয়ে টাকা তোলে। পুলিসকে এড়াতেই লরিচালক গাড়ির গতিবেগ বাড়িয়ে দিয়েছিল। তার ফলেই দুর্ঘটনা। পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। জিরাট রোড উত্তাল হয়ে ওঠে। 


আরও পড়ুন, "বড়মার সঙ্গে দেখা করে গর্ব অনুভব করছি", প্রণাম জানিয়ে বাংলায় বললেন মোদী


এরই মধ্যে ওই এলাকা দিয়ে একটি সরকারি বাস যাওয়ার চেষ্টা করলে, স্থানীয়রা তাতে ভাঙচুর চালায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, অবরোধ চলছে। আরও পুলিস ঘটনাস্থলে পৌঁছছে।