নিজস্ব প্রতিবেদন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথেই হাঁটছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। UGC নিয়ম মেনে ২ ঘণ্টা সময়সীমাতে পরীক্ষা নেবে রবীন্দ্রভারতীও। জানানো হয়েছে, আগের সিদ্ধান্ত অনুযায়ীই ওপেন বুক বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ৪০ নম্বরে হবে পরীক্ষা। পাশাপাশি যাদের থিওরি পেপার রয়েছে তাঁদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষার বিষয় বিশদে তথ্য দেওয়া থাকবে বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ৯০ বছরে পদার্পণ করা কুমারটুলি সর্বজনিনের পুজোর সভাপতিত্ব করেছিলেন নেতাজি


করোনা আবহে রবীন্দ্রভারতীতেও সব পরীক্ষা হবে অনলাইনেই। এর আগে এমনটাই জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি জানানো হয়, বেশিরভাগ বিষয়েই ওপেন বুক সিস্টেমে টেস্ট হবে। কিছু ক্ষেত্রে MCQ. প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। তবে সবটাই অনলাইনে। ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর হবে পরীক্ষা। 


কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছিল ছাত্রছাত্রীরা বাড়ি বসেই পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে উত্তর লেখার জন্য পুরো ২৪ ঘণ্টা সময় পাবেন ছাত্রছাত্রীরা। তাঁদের প্রশ্নপত্র দেওয়া হবে হোয়াটসঅ্যাপ এবং ই-মেইলে। তবে ২৪ ঘণ্টা পরীক্ষার নেওয়ার ব্যাপারে আপত্তি জানায় UGC। এরপর নির্দেশিকা মেনে সিদ্ধান্ত বদল করে কলকাতা বিশ্ববিদ্যালয়। ২৪ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষার সময়সীমা নির্ধারিত হয়।