ওয়েব ডেস্ক : জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিস। একজন পলাতক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক পুলিস ফেরাল। আর এক পুলিস পাশে দাঁড়াল। ১৫ অগাস্ট ফুটবল খেলা দেখে ফেরার পথে ধর্ষিতা হয় ওই কিশোরী। শিলিগুড়িতে আমবাড়ি ফাঁড়িতে বোদাগঞ্জ মন্দিরের পিছনের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।


ঘটনার পর শিলিগুড়ির আমবাড়ি ফাঁড়ি অভিযোগ নেয়নি বলে অভিযোগ। সংবাদমাধ্যমে এই খবর পেয়েই তত্‍পর হয় জলপাইগুড়ি পুলিস। দ্রুত গ্রেফতার করা হয় রাম বসাক, বিকাশ রায় ও আইনুল মহম্মদকে। হেমন্ত রায় নামে এক অভিযুক্ত পলাতক।


শিলিগুড়ি পুলিস কেন নির্যাতিতার পাশে দাঁড়াল না? উত্তর নেই জলপাইগুড়ির পুলিস সুপারের কাছে। জানিয়েছেন, ঘটনাস্থল দুই জেলার সীমানাবর্তী এলাকা হওয়াতেই ব্যবস্থা নিয়েছেন তিনি।


আরও পড়ুন, বন্যার কারণে বিমানভাড়া বৃদ্ধিতে লাগাম টানতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি অধীর চৌধুরীর