ওয়েব ডেস্ক: ফের অ্যাসিড হামলা হুগলিতে। এবার আক্রান্ত এক গয়নার দোকানের মালিক। শনিবার রাতে ঘটনাটি ঘটে হিন্দমোটর স্টেশন লাগোয়া বটতলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - পর্যটন কেন্দ্রের ভাড়াবৃদ্ধি, প্রতিবাদে সজনেখালিতে ভাঙচুর ট্যুর অপারেটরদের


শনিবার রাত সাড়ে দশটায় তখনও মানুষজন ছিল রেল স্টেশন লাগোয়া বটতলায়। গয়নার দোকান বন্ধ করে ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিলেন পিয়ালী কর্মকার নামে ওই মহিলা। সেই সময় তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে দুষ্কৃতীরা। অ্যাসিড এসে লাগে তাঁর হাতে ও পায়ে। তাতে সামান্য দগ্ধ হয়েছেন তিনি। কাপড়ে মুখ ঢাকা থাকায় দুষ্কৃতীদের চিনতে পারেননি আক্রান্ত মহিলা। সঙ্গে সঙ্গে ওই এলাকায় লোক জমে যায়। খবর দেওয়া হয় পিয়ালীদেবীর বাড়িতে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। কে বা কারা অ্যাসিড ছুঁড়ল জানতে তদন্তে নেমেছে পুলিশ।


হিন্দমোটর এলাকায় যদিও অ্যাসিড হামলার ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১২ সালে সেখানে আক্রান্ত হয়েছিলেন এক তরুণী। হুগলি জেলার অন্যত্রও অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে।