নিজস্ব প্রতিবেদন: ভোটকর্মীরা দাবি করেছিলেন কমিশনের কাছে। ভোটগ্রহণ শুরুর কয়েকঘণ্টা আগে সেই দাবি মেনে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করল নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় কমিশন থেকে প্রশাসনের কাছে এই নির্দেশ আসে। নির্দেশে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত নজরবন্দি থাকবেন অনুব্রত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



তবে এবারই প্রথম নয়, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও নজরবন্দি করা হয় অনুব্রতকে। সেই প্রথম ভোটে কাউকে নজরবন্দি করার নির্দেশ দিয়েছিল কমিশন। সেবার ভোটগ্রহণের ২ দিন আগে নজরবন্দি হয়েছিলেন তিনি। 


'বিড়ালের গলায় ঘণ্টা বাঁধব আমি-ই', মোদীকে চ্যালেঞ্জ মমতার


গতকাল অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার দাবি জানিয়ে কমিশনকে চিঠি দেন ভোটকর্মীরা। ভোটপ্রক্রিয়ায় অনুব্রত বারবার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তুলে ভোটকর্মীরা জানান, অনুব্রত প্রকাশ্যে ঘুরে বেড়ালে নিরাপত্তার অভাব বোধ করবেন তাঁরা। ভোটগ্রহণের আগের সন্ধ্যায় সেই দাবি মেনে অনুব্রতকে নজরবন্দি করল কমিশন। এর ফলে মঙ্গলবার সকাল পর্যন্ত অনুব্রতর সঙ্গে থাকবেন কমিশনের প্রতিনিধি ও আধাসেনা। নিয়ন্ত্রিত হবে তাঁর গতিবিধিও।