ওয়েব ডেস্ক : ভোটের আগেই ভোট। পুর নির্বাচনে বিরোধী প্রার্থীদেরই ভাঙিয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল। অভিযোগ কংগ্রেসের। একদিকে, রামরথ রুখতে একতার ডাক। অন্যদিকে, পুরভোটেও দলভাঙানি? হচ্ছে টা কী? বেজায় বিরক্ত অধীর চৌধুরী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- লাভপুরের দরবারপুরে নয়া চাঞ্চল্য, উদ্ধার পোড়া দেহাংশ


বিজেপি সবার শত্রু। তবু মমতার হাত ধরতে আগ্রহী নয় প্রদেশ কংগ্রেস। তাদের অভিযোগ সেই পুরনো। বেজায় চটেছেন বিরোধীরা। কারণটা কী? ভোটের আগেই দল ভাঙানির অভিযোগ তুলছেন তাঁরা। ভোটের আগেই দল ভাঙানো। কংগ্রেসের অভিযোগ, পুরভোটে জিততে পারে তাঁদের এমন সম্ভাবনাময় প্রার্থীদের ভাঙিয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল।


রায়গঞ্জ পুরসভায় বহু কংগ্রেস প্রার্থীকে হয় বসিয়ে না হয় ভাঙিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ, অধীর চৌধুরীর। আগে জয়ী প্রার্থীদের দলবদল করার অভিযোগ উঠত। এখন ভোটের আগেই দলবদল চলছে। কংগ্রেস বলছে, রাজ্য নির্বাচন কমিশনেও ভরসা নেই তাদের। নির্বাচনের ফল নিয়েও খুব বেশি আশাবাদী নয় কংগ্রেস।