নিজস্ব প্রতিবেদন: এবার করোনায় আক্রান্ত হলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। টুইটারে নিজেই এই ঘোষণা করেছেন। গত ৭দিনে তাঁর সংস্পর্শে আসা সকলকে কোভিডবিধি মেনে চলার আবেদনও করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বড়ঞার প্রার্থী শিলাদিত্য হালদারের কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর নিভৃতবাসে চলে গিয়েছিলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। এ দিন তাঁরও করোনা ধরা পড়ল।টুইটারে অধীর (Adhir Chowdhury) জানিয়েছেন,'আমি কোভিড পজিটিভ। গত ৭ দিনে আমার কাছাকাছি আসা সকলকে কোভিডবিধি মেনে চলতে অনুরোধ করছি। ভার্চুয়াল মাধ্যমে প্রচার জারি রাখব। কোভিডকে নিজের জীবন থেকে দূরে রাখতে সকলকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।'         



অধীরের আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



             
এ দিন করোনায় আক্রান্ত হয়েছেন যাদবপুরে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। কোভিডে আক্রান্ত শালবনির তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো। তিনি নিভৃতবাসে রয়েছেন। রাজ্যে ইতিমধ্যেই করোনায় মৃত্যু হয়েছে দুজন প্রার্থীর।       


আরও পড়ুন- কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত কামারহাটির TMC প্রার্থী Madan Mitra