নিজস্ব প্রতিবেদন:   মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হঠাত্ কেন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন অধীর? যতক্ষণ না ‘আসল’ খবরটা সামনে এসেছে, ততক্ষণ চলেছে অনেক জল্পনা। কিন্তু অনেকেই যেটা মনে করেছেন, তেমনটা নয়।


আরও পড়ুন: মুম্বইতে জলে ডুবে মৃত্যু বাঙালি ক্যান্সার গবেষকের


আদতে প্রতি রাতে বাড়ি ফেরার পর তাঁর বাড়ির সামনে তারস্বরে বাজানো মাইকের শব্দে বিরক্ত হয়ে উঠেছেন অধীর চৌধুরী। নিজে অনেকবার পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন। কিন্তু গোটা বিষয়টি বাগে আনতে পারেননি। এবার তাই চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।   


আরও পড়ুন:  সম্পত্তি হাতাতে অসুস্থ দিদিকে লাথি, গলায় পা দিয়ে দাঁড়িয়ে পড়ল বোন (ভয়ঙ্কর ভিডিও)


চিঠিতে তাঁর অভিযোগ, রাত সাড়ে এগারোটাতে তারস্বরে মাইক বাজিয়ে তার বাসস্থানের সামনেই চলেছে উদ্দাম নৃত্য।  ডিজের মিউজিকে তাল মিলিয়েছেন পুলিসের বড় কর্তারা।  বাসিন্দাদের মুখ বুজেই সহ্য করতে হয় এই ধরণের অত্যাচার। যাতে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে আবেদন জানিয়েছেন অধীর চৌধুরী।