নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে করোনার পাশাপাশি বেড়ে চলেছে অক্সিজেন সঙ্কটও (Oxygen Crisis)। মুর্শিদাবাদ জেলায় করোনা রোগীদের চিকিৎসায় যাতে অক্সিজেনের ঘাটতি না হয় তার জন্য উদ্যোগী হলেন  বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। জেলাশাসক শরদকুমার দ্বিবেদীকে চিঠি লিখে নিজের লোকসভা কেন্দ্রে তথা জেলায় অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য দ্রুত সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা ছাড়বার অনুরোধ জানালেন অধীর। এর পাশাপাশি, ঐ টাকা দিয়ে দুটি অত্যাধুনিক ভেন্টিলেটর যুক্ত অ্যাম্বুলেন্স কেনার জন্যও বলেন তিনি। গোটা প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান অধীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দৈনিক মৃত্যুতে রেকর্ড রাজ্যের, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৯৬


প্রসঙ্গত, ভোটের বাংলায় মাথা চাড়া দিয়েছে করোনাও। কোভিড সংক্রমণে রাশ টানা কার্যত অসম্ভব হয়ে পড়ছে। একই চিত্র মুর্শিদাবাদেও। হাসপাতালে বেড পেতে বা বেড পেলেও অক্সিজেনের ঘাটতি যাতে না হয় সেই জন্যই এবার এগিয়ে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।