নিজস্ব প্রতিবেদন:  মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হিসেবেই চিহ্নিত কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কিন্তু তিনিই মমতাকে ঘিরে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার মন্তব্য নিয়ে শেষমেশ তোপ দাগলেন বিজেপিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনুপমের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে বাংলার রাজনীতিতে। বিজেপির নবনিযুক্ত সর্ব ভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ও বলেছেন, দায়িত্ব থাকলে সতর্ক হয়ে কথা বলতে হয়। তাঁর মন্তব্যের নিশানা দুর্বোধ্য নয়। সোমবার বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় এফআইআরও দায়ের করে তৃণমূলের উদ্বাস্তু সেল। রবিবার অনুপম হাজরা বলেছিলেন, 'আমার যদি করোনা হয় তাহলে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরব।'


অধীর চৌধুরী এ প্রসঙ্গে একটি ট্যুইটে জানিয়েছেন,'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমার হাজারও অভিযোগ আছে ও থাকবে। অভিযোগ ব্যক্ত করার অধিকার আমার আছে। কিন্তু তাঁর বিরুদ্ধে অশালীন মন্তব্য করার কোনও অধিকার নেই। একজন মহিলার প্রতি বিজেপি নেতার অশালীন মন্তব্য বাংলার তথা ভারতীয় সংস্কৃতির অপমান বলে মনে করি। প্রাক্তন তৃণমূল সাংসদ একদিন দিদিকে দেবী বলতেন, তাঁর দয়াতে সাংসদ হয়েছিলেন। বিজেপি পার্টি ক্ষমা চাও। বাংলায় এসব চলবে না।'


আরও পড়ুন: কে ড. হাজরা? হন্যে হয়ে পরিচয় খুঁজতে ব্যস্ত কেন্দ্র-রাজ্য বিজেপি নেতৃত্ব