Awas Yojana: আবাসের `টাকা` ফেরত চাওয়ায় বেধড়ক মারে মৃত্যু! অভিযুক্ত তৃণমূল নেতা...
Murshidabad: টাকা দেওয়ার পরেও নাম নেই আবাস যোজনায় তালিকায়। আর সেই টাকা ফেরত চাইতে গিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের মিঠিপুরে।
সোমা মাইতি: আবাসের টাকা চাইতে গিয়ে আক্রান্ত গ্রামবাসীর মৃত্যু আজ সকালে কলকাতার এনআরএস হাসপাতালে। টাকা দেওয়ার পরেও নাম নেই আবাস যোজনায় তালিকায়। আর সেই টাকা ফেরত চাইতে গিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের মিঠিপুরে। ওই ব্যক্তির মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। আক্রান্তের নাম আতাবুর রহমান(৬০)। তার বাড়ি রঘুনাথগঞ্জ -২ ব্লকের মিঠিপুর গ্রামপঞ্চায়েতের মুকুন্দপুরে। অভিযুক্তের তৃণমূল কর্মীর নাম মিঠুন শেখ। তার বাড়ি ওই এলাকা বলে জানা গিয়েছে। গুরুতর আহত আতাবুরকে আজ সকাল পাঁচটা নাগাদ এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সকাল নটা নাগাদ তার মৃত্যু হয়।
আরও পড়ুন:Sundarban: মৃত্যুর মুখে সুন্দরবনের রক্ষাকবচ! শুকিয়ে যাচ্ছে ম্যানগ্রোভ...
প্রসঙ্গত, আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে এলাকাবাসীর প্রবল বিক্ষোভের মুখে সমীক্ষক দল। বিক্ষোভের মুখে সমীক্ষা না করেই ফিরল সমীক্ষকরা। সুনির্দিষ্ট ব্যক্তিদের বারংবার বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ তুললেন স্থানীয়রা। ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুর থানার গোগড়া ক্ষেত্রপাল পাড়ায়। বিক্ষোভকারীদের দাবি যতবারই সমীক্ষা হচ্ছে ততবারই আসল প্রাপকদের বঞ্চিত করে বারংবার বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে।
রাজ্যের বিভিন্ন জেলায় আবাস সমীক্ষার কাজ শুরু হলেও বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় উপ নির্বাচন থাকায় আবাস সমীক্ষার কাজ থমকে ছিল বাঁকুড়া জেলায়। উপ নির্বাচন শেষ হতেই বাঁকুড়া জেলাজুড়ে শুরু হয়েছে আবাসের সমীক্ষার কাজ। দ্রুত সমীক্ষার কাজ শেষ করতে জেলা জুড়ে নামানো হয়েছে মোট ৮০০টি দলকে। আর সেই সমীক্ষার কাজ শুরু হতেই বড়সড় ধাক্কা খেল আবাস সমীক্ষা।
বাঁকুড়ার কোতুলপুর ব্লকের চার জন আধিকারিকের একটি সমীক্ষক দল আজ গোগড়া ক্ষেত্রপাল পাড়ায় আবাসের সমীক্ষা করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)