নিজস্ব প্রতিবেদন: প্রাণনাশের আশঙ্কা করছেন মালদায় নিহত শ্রমিক আফরাজুলের পরিবারের সদস্যরা। তাই রাজস্থানের পরিবর্তে কলকাতা হাইকোর্টে আইনি লড়াই লড়তে চান তাঁরা। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন বলে জানা ‌যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মালদায় আফরাজুলের পরিবারের দাবি, রাজস্থান আদালতে মামলা করতে গেলে তাঁদের সেখানে ‌যেতে হবে। সেখানে গিয়ে থাকতে হবে। এর জন্য অনেক টাকার প্রয়োজন। সেই টাকার জোর তাঁদের নেই। পাশাপাশি সেখানে গেলে প্রাণনাশও হতে পারে। ফলে কলকাতা হাইকোর্টে হাইকোর্টে মামলা চললে তাঁরা সেই মামলা চালাতে পারবেন। পাশাপাশি এনিয়ে রাজ্য মানবাধিকার কমিশনেও মামলা করার আর্জি জানানো হয়েছে।


উল্লেখ্য, রাজস্থানে কাজ করতে গিয়ে নৃশংসভাবে খুন হল মালদার শ্রমিক আফরাজুল খান। সেই খুনের ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এনিয়ে তদন্ত শুরু করেছে রাজস্থান পুলিস।


আরও পড়ুন-ধর্মশালায় বিরাটহীন ভারতকে ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কা