Indian Girl Returned From Bangladesh: বাংলাদেশি যুবকের সঙ্গে `প্রণয়`, সীমান্ত টপকে পড়শি দেশে ছাত্রী! চরম `অভিজ্ঞতা`র শিকার
১৬ মাস পর ভারতে ফিরল কলেজ ছাত্রী। মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েন ছাত্রীর মা।
নিজস্ব প্রতিবেদন: ২০২০-র ২২ ডিসেম্বর। বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান নদিয়া ধানতলা থানা এলাকার চাঁদপুরের বাসিন্দা, বগুলা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী। পরে জানা যায়, বাংলাদেশে চলে গিয়েছেন তিনি। এরপর, গত প্রায় দেড় বছর ধরে সেখানে চরম 'শিক্ষা' পেলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নদিয়ার গেদে সীমান্ত দিয়ে দেশে ফিরলেন তিনি।
ছাত্রীর পরিবারের দাবি, গেম খেলতে খেলতে বাংলাদেশে পাড়ি দেয় তাঁয় মেয়ে। পাঁচ-ছ'মাস পর এক আত্মীয়ের মারফত সেটা জানতে পারেন। এরপর জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের সঙ্গে তাঁরা যোগাযোগ করেন। এরপর প্রশাসনের সাহায্যে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে দু'দেশের প্রশাসনের তৎপরতায় মেয়েকে ফেরত পেল পরিবার।
যদিও বাংলাদেশের এক বাসিন্দার দাবি, ময়মনসিংহের এক যুবকের সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমিকের টানেই ছাত্রী বাংলাদেশে পালিয়ে যায়। কিন্তু ওই যুবক তাঁকে অস্বীকার করলে বাংলাদেশ প্রশাসনের হাতে ধরা পড়ে যায় ছাত্রী। এরপর নিয়ম অনুযায়ী প্রায় ১৬ মাস বাংলাদেশের জেলে ছিল ছাত্রীটি। প্রশাসনের উদ্যোগে মেয়েকে ফেরত পেয়ে খুশি পরিবার। মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েন মা।