বাইশ দিনের অপেক্ষা শেষ, অবশেষে দুতরফেই রেলপথে জুড়ে গেল এনজেপি-কলকাতা
ওয়েব ডেস্ক: বাইশ দিনের অপেক্ষা শেষ। অবশেষে দুতরফেই রেলপথে জুড়ে গেল NJP-কলকাতা।আজ ভোরে নির্বিঘ্নেই আঝরেইল সেতু পার করে হাওড়া পৌছল ডাউন কামরূপ এক্সপ্রেস। তেরোই অগাস্টের পর থেকে সেতুর ওপর দিয়ে বন্ধ ছিল ট্রেন চলাচল।বন্যার জলে ধুয়ে যায় আঝরেইল সেতুর পিলার। নদীর ওপর বিপজ্জনকভাবে ঝুলতে থাকে সেতু। রেলপথে বিচ্ছিন্ন হয়ে যায়NJP-কলকাতা। যুদ্ধকালীন তত্পরতায় মেরামতে ঝাঁপায় NF রেলওয়ে। ডাক পড়ে সেনারও।
আরও পড়ুন দুধের আকালে পুষ্টি থেকে বঞ্চিত পাহাড়ের শিশুরা
গত সপ্তাহ থেকে কয়েক দফায় চলে ট্রায়াল রান। আর তারপরেই কাল সকাল দশটা নাগাদ প্রথম চলে যাত্রীবাহী ট্রেন। সন্ধে পৌনে সাতটা নাগাদ অসমের ধব্রুগড় থেকে ছাড়ে ডাউন কামরূপ এক্সপ্রেসও। আঝরেইল সেতু পিরিয়ে আজ ভোরে ট্রেন ঢুকল হাওড়া স্টেশনে। শহরে পৌছে হাঁফ ছেড়ে বাঁচলেন আটকে পড়া যাত্রীরা।
আরও পড়ুন স্ত্রীকে ইভটিজিং, প্রতিবাদ করায় স্বামীকে বেধড়ক পেটানোর অভিযোগ