ওয়েব ডেস্ক: বন্যার জল নেমে গেছে বাঁকুড়ায়। এবার শুরু হয়রানির নতুন অধ্যায়।কোথাও  জলের তোড়ে ভেঙে পড়েছে সেতু। কোথাও বসে গেছে রাস্তা। রতনপুরের কাছে ব্রিজ ভেঙে বন্ধ ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য সড়কে যান চলাচল। চরম সমস্যায় বাসিন্দারা। জলের তোড়ে এভাবেই ভেঙে পড়েছিল বাঁকুড়ার সতীঘাট সেতু। বাঁকুড়া শহরের সঙ্গে  কেশিয়াকোল, বিকনা, বাঁকি, সেন্দড়া, হেভির মোড় সহ বহু এলাকার যোগাযোগের পথ ছিল এই ব্রিজ। কিন্তু এখন সেখানে যান চলাচল বন্ধ। শুধু সতীঘাটই নয়। এমন ছবি বাঁকুড়া জেলার বিভিন্ন অঞ্চলে। প্রচুর গ্রামীণ রাস্তা ভেসে গেছে জলের তোড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বানভাসি ঘাটালের পরিস্থিতি পরিদর্শন করলেন সাংসদ, অভিনেতা দেব
 
রতনপুরে জলের তোড়ে বসে গেছে খালের ব্রিজ। এক সপ্তাহ ধরে বন্ধ  বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক। ফলে অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে জঙ্গল মহল। সব থেকে বেশি সমস্যা হচ্ছে রোগীদের শহরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। জল নামতেই যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয়েছে রাস্তা মেরামতের কাজ।


আরও পড়ুন  ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতার