নিজস্ব প্রতিবেদন: বিস্ফোরণের প্রায় দেড় দিন পরে অবশেষে নৈহাটির ছাইঘাটে পৌঁছাল ফরেনসিক দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন ফরেনসিক দলের সদস্যরা। রয়েছেন নৈহাটি থানার ও ওসি এবং এসিপি বারাকপুর ওয়ান। পাশাপাশি নৈহাটিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন অর্জুন সিং। নৈহাটি ছাইঘাটে বিস্ফোরণ স্থল দেখতে এলেন ব্যারাকপুর এর সাংসদ। ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি যান তিনি, কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বৃহস্পতিবার নৈহাটিতে বাজি নিষ্ক্রিয়করণের সময় বিপত্তি বাঁধে। ফেটে যায় বিস্ফোরক। ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে নৈহাটির বিস্তীর্ণ এলাকা। আগুন ধরে যায় পুলিসের গাড়িতে। কেঁপে ওঠে গঙ্গার উল্টোপাড়ে অবস্থিত চুঁচুড়াও। বিস্ফোরণের ঘটনায় পুলিসের গাফিলতির দিকে আঙুল তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিসের দিকে গাফিলতির অভিযোগ তুলেছেন প্রাক্তন পুলিস কর্তারাও।