খালের দখল ঘিরে লড়াই, গুড়িয়ে দেওয়া হল বাড়ি, মাথা ফাটল তৃণমূল কর্মীদেরই
মাত্র কয়েকদিনের ব্যবধান। ফের উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী। এবার মসজিদবাটি গ্রামের একটি খালের দখল নিয়ে দুপক্ষের লড়াই। এই ইস্যুতে দীর্ঘদিন ধরেই চাপা উত্তেজনা ছিল, রবিবার রাতে পরিস্থিতি আরও তেতে ওঠে।
নিজস্ব প্রতিবেদন: স্থানীয় একটি খালের দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত বাসন্তী। গুরুতর আহত হয়েছেন ৮ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: প্রেমের অভিনয়, মোটা টাকার লোভ দেখিয়ে গৃহবধূকে ফুঁসলিয়ে পাচার যুবকের
মাত্র কয়েকদিনের ব্যবধান। ফের উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী। এবার মসজিদবাটি গ্রামের একটি খালের দখল নিয়ে দুপক্ষের লড়াই। এই ইস্যুতে দীর্ঘদিন ধরেই চাপা উত্তেজনা ছিল, রবিবার রাতে পরিস্থিতি আরও তেতে ওঠে। অভিযোগ, বাবলু শেখ, হোসেন শেখ, হাসান শেখ সহ যুব তৃণমূলের বেশ কয়েকজন কর্মী অন্যান্য তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর চালায়। বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। অভিযুক্তরা স্থানীয় নেতা মান্নান শেখের অনুগামী বলে অভিযোগ।
আরও পড়ুন: শৌচাগারের চেম্বার পরিস্কার করতে গিয়ে মৃত ৩
যদিও মান্নান শেখের দাবি, এসবের মধ্যে কোনও রাজনীতি নেই। একটি খালের ভাগ বাটোয়ারা ঘিরে সমস্যা। পুলিসে অভিযোগ জানানো হয়েছে। তদন্তে পুলিস।