নিজস্ব প্রতিবেদন:  ফের হাওড়া সংশোধনাগার থেকে পালাল বিচারাধীন বন্দি। বধূ নির্যাতনের মামলায় মহম্মদ ইসরাইলকে গ্রেফতার করে পুলিস। পাইপ বেয়ে পাচিল টপকে পালিয়ে যায় সে। ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কলকাতার হাসপাতালে সোয়াইন ফ্লু-তে মৃত আরও ১!


একই ঘটনার পুনরাবৃত্তি। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কুড়ি ফুট উঁচু পাঁচিল এ ওঠে পাইপ বেয়ে,তারপর পাঁচিল থেকে লাফ দিয়ে পালায় বিচারাধীন বন্দি শেখ ইসরাইল।


আরও পড়ুন:  নিজের পৌরুষ বাড়াতে স্ত্রীয়ের সামনেই বৌমার সঙ্গে যা করলেন শ্বশুর


ঘটনার পর তদন্ত শুরু করে কারা বিভাগ,ঘটনাস্থলে আসেন ডি  আই জি কারা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। যথেষ্ট নজরদারি যে ছিল না, তাঁর বক্তব্যেই তা স্পষ্ট।