ওয়েব ডেস্ক: চিকিত্‍সায় গাফিলতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। দুর্ঘটনায় জখম এক কিশোরের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ সঠিক সময়ে চিকিত্‍সা শুরু করেননি চিকিত্‍সক। অভিযোগ এখানেই শেষ নয়, অভিযোগ, অপারেশনের পর রোগীর অবস্থা অবনতি হলেও এগিয়ে আসেনি নার্স সিস্টাররা। ঘটনার পর রোগির আত্মীয়রা হাসপাতালে চড়াও হয়। মাটিগাড়া থানার বিশাল পুলিস গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে নামানো হয় RAF।


এদিকে, বৌমার অসুখ করায় ডাক্তার না ডেকে ওঝা ডাকলেন শ্বশুর, শাশুড়ি। তিনদিন ধরে চলল ঝাড়ফুক। অসুস্থ শরীরে সইল না। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। যদিও ঝাড়ফুকের কথা অস্বীকার করেছে শ্বশুরবাড়ি। তারকেশ্বরের বালগড়ি পঞ্চায়েতের মাঠপুর গ্রামের ঘটনা। (আরও পড়ুন- পারিবারিক বিবাদের জেরে ঘরে তালা লাগিয়ে দুজনকে পুড়িয়ে খুন)