অরূপ লাহা: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের ঠিক আগে পূর্ব বর্ধমান জেলা বই মেলায় দেদার “গীতার” বিক্রী হওয়ায় খুশি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। লোকসভা ভোটের আগে ’ধর্মই“ যেন ভারতীয় রাজনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে। সেই মতই মোদীর গড়ে ’রাম মন্দির’ তো দিদির গড়ে ’জগন্নাথ মন্দির’ মাথা তুলে দাঁড়াচ্ছে। আর এমন আবহে সাধারণ মানুষ আবার যেন সব ছেড়ে বেশীকরে ধর্মগ্রন্থ ’গীতায়’ আস্থাশীল হয়ে পড়ছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Potato Farming: বঙ্গে বৃষ্টির পূর্বাভাস! সময়ের আগেই মাঠ থেকে আলু তুলছেন কৃষকরা


সেই আস্থার প্রকাশও ঘটেছে বই মেলাতেও। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত ধরে উদ্বোধন হওয়া এ বছরের পূর্ব বর্ধমান জেলা বইমেলায় দেদার বিক্রী হচ্ছে ’ভগবদগীতা’। বই মেলায় অন্য বইয়ের চাইতে ’গীতা’ বেশী বিক্রী হওয়ার কথা অকপটে স্বীকারও করে নিয়েছেন মেলায় স্টল খুলে বসা বিভিন্ন প্রকাশনা সংস্থার লোকজন। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে বেশ কয়েক বছর ধরে পূর্ব বর্ধমান জেলায় বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। 


সপ্তম বর্ষের সেই বইমেলা এ বছর অনুষ্ঠিত হচ্ছে জেলার জামালপুর ব্লকে। রাজ্যের গ্রান্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ১১ জানুয়ারি সাত দিনের ওই বইমেলার উদ্বোধন করেন। মেলা প্রাঙ্গনে বিভিন্ন প্রকাশনা সংস্থার ৪৭ টি বইয়ের স্টল ছাড়াও রয়েছে ১৭ টি খাবারের স্টল এবং কুটির শিল্পের ৪ টি স্টল। বইমেলার উদ্বোধনে এসে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তাঁর বক্তব্যে বইয়ের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন,’বই বিবেককে খুলে দেয়। তাই বই আমাদের সম্পদ।' 


নামি দামি বিভিন্ন প্রকাশনা সংস্থার লোকজন নানা ধরণের বই নিয়ে বইমেলায় স্টল খুলে  বসেছেন। বই কেমন বিক্রী হচ্ছে ,কি ধরণের বই বেশী বিক্রী হচ্ছে? এই প্রশ্ন শুনে প্রকাশনা সংস্থার লোকজনরা একটু যেন অস্বস্তিতে পড়ে যান। পরে এক প্রকাশনা সংস্থার স্টলে থাকা কর্মী বিজয় সাহা বলেন, “পুরুলিয়ার বই মেলার চাইতেও পূর্ব বর্ধমান জেলা বই মেলায় বই কম  বিক্রী হয়। তবে এবারের পূর্ব বর্ধমান জেলা বই মেলায় তুলনামূলক ভাবে আমাদের স্টল থেকে  গীতা’ বেশ ভালোই  বিক্রী হয়েছে। পাশের গীতা প্রকাশনী থেকে হয়তো আমাদের থেকেও বেশী গীতা বিক্রী হয়ে থাকবে। তবে বাকি অন্যান্য বইয়ের বিক্রী তেমন নেই বললেই চলে“। তবে সব ছেড়ে ধর্মগ্রন্থ ’গীতা’ বেশী বিক্রী  হওয়ার ব্যাপারটা বিজয়বাবুকেও যেন একটু অবাক করেছে ।



আরও পড়ুন, Malda: পরকীয়ার জেরেই স্বামীকে খুন স্ত্রীর, মালদায় টোটোচালকের রক্তাক্ত দেহ উদ্ধারের পর্দাফাঁস...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)