নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কয়েকটি বিষয়ে আর কোনও রকম মন্তব্য করতে পারবেন না বিজেপি-র সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানির পরিপ্রেক্ষিতে বুধবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - কী ভাবে সামলানো হবে বিজেপি নেতাদের, বৈঠকের আগের দিন ঠিক করলেন নবান্নের কর্তারা


২৮ নভেম্বর নদিয়ার শান্তিপুরে বিষমদকাণ্ডে ১২ জনের মৃত্য হয়। দু দিন পরেই অর্থাত্ ৩০ নভেম্বর শান্তিপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যায় কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে বিজেপি-র প্রতিনিধিদল। সেখানেই অভিষেকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন বিজেপি নেতা। শান্তিপুরে দাঁড়িয়ে তিনি বলেন, "সরকারি মদ বিক্রির টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর বেআইনি মদ বিক্রির টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে। এই মৃত্যুর সম্পূর্ণ দায় নিতে হবে তাদেরই।" কৈলাসের এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে ক্ষমা চাইতে হবে এই মর্মে পয়লা ডিসেম্বর আইনি নোটিস পাঠায় অভিষেকের আইনজীবী। কোনও রকম ক্ষমা চাওয়া তো দূরের কথা বরং অভিষেকের বিরুদ্ধে বালি, কয়লা, গরু পাচারের অভিযোগের পাশাপাশি বেআইনি অস্ত্র কারবারের অভিযোগ তুলে বিবৃতি দেন বিজেপি-র এরাজ্যের অন্যতম পর্যবেক্ষক। এরপরেই ৫ ডিসেম্বর কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করে অভিষেকের আইনজীবী।


আরও পড়ুন - পুলিসের পিঠের চামড়া ছাড়িয়ে নেব, ফের বেলাগাম দিলীপ ঘোষ


বুধবার সেই মামলার শুনানিতে আদালত কৈলাস বিজয়বর্গীয়কে নির্দেশ পাঠিয়েছে। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন জানিয়ে দিয়েছেন, বেআইনি মদ, বালি, কয়লা, গরু পাচার এবং অস্ত্রের কারবার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কৈলাস বিজয়বর্গীয় কোনও ধরনের আপত্তিকর মন্তব্য করতে পারবেন না।