নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়ের সভা ঘিরে চরম বিশৃঙ্খলা ধূপগুড়িতে। মুকুলের দেখা না পেয়ে উদ্যোক্তাদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার বিকেল ৫টায় ধূপগুড়িতে সভা করার কথা ছিল মুকুল রায়ের। কিন্তু আলিপুরদুয়ার থেকে পথে নানা জায়গায় থামতে থামতে রাত ১০টায় ধূপগুড়ি এসে পৌঁছন তিনি। এরপর কর্মিসভা না-করে তিনি সোজা পথসভার মঞ্চে চলে যান মুকুল রায়। সেখানে ৪ মিনিট বক্তব্য রেখে তিনি সভা শেষ করে গাড়িতে উঠে চলে যান লাটাগুড়ির উদ্দেশে।


আরও পড়ুন - মাদ্রাসায় সংস্কৃত পড়ানোর প্রস্তাব, মানতে আপত্তি নেই বোর্ডেরও


এদিকে তখনও আলু ব্যাবসায়ী সমিতির হল ঘরে অপেক্ষায় প্রায় হাজার দেড়েক মানুষ। সভা শেষের ঘোষণা শুনে ছুটে নিচে এসে তাঁরা দেখেন মুকুল বাবু নেই। এর পরই বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। উদ্যোক্তাদের কাছে জানতে চান, দুপুর থেকে অপেক্ষা করিয়ে কেন সাক্ষাত্ না-করিয়েই পাঠিয়ে দেওয়া হল মুকুল রায়কে।