ওয়েব ডেস্ক : রাত পোহালেই রাজ্যের ৭ পুরসভায় ভোট। দক্ষিণবঙ্গের ৩ পুরভোটে একাধিপত্য বজায় রাখতে পারবে তৃণমূল? বিরোধী শক্তি হিসেবে কত বড় ফ্যাক্টর হবে বিজেপি? রক্তক্ষরণ বন্ধ হবে বাম-কংগ্রেসের? কাল এসবেরই পরীক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরসভা হওয়ার পর এবারই মুর্শিদাবাদের ডোমকলে প্রথম ভোট। নবাবের জেলায় ৮টি পুরসভার সাতটিই তৃণমূলের দখলে। ৭টির মধ্যে ৬টি পুরসভা বিরোধীদের ঘর ভাঙিয়ে হাতিয়ে নিয়েছে তৃণমূল। ঘাসফুলের আগ্রাসন ঠেকাতে ২১ আসনের ডোমকল পুরসভার ভোটে এবার যুদ্ধের শিবিরই বদলে গেছে। ৪০ বছরের বিবাদ এখন অতীত। গত কয়েকটি ভোটের মতো এখানেও একজোট বাম-কংগ্রেস। ডোমকল পুরসভায় ২১ আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। বামেরা লড়ছে ১১টি ওয়ার্ডে। ১০টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। সব কটি আসনে প্রার্থী দিয়ে লড়াইয়ের ময়দানে রয়েছে বিজেপি।


আরও প়ড়ুন- দিনহাটায় বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকে দু জায়গায় আটকানোর অভিযোগ


পুর নির্বাচনে রায়গঞ্জও এবার পাল্টিগঞ্জ। একশো আশি ডিগ্রি ঘুরে গেছে যুদ্ধের শিবির। ২০১১ সালের পুর নির্বাচনে বামকে রুখতে তৃণমূলের সঙ্গে জোট করেছিল কংগ্রেস। তৃণমূলকে রুখতে এবার তারাই জোট করেছে বামেদের সঙ্গে। ২৭ আসনের রায়গঞ্জ পুরসভা। তৃণমূল প্রার্থী দিয়েছে ২৭ টি ওয়ার্ডে। বামেরা লড়ছে ৯টি ওয়ার্ডে। ১৭টি ওয়ার্ডে লড়ছে কংগ্রেস। ২৪টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বিজেপি।


বামফ্রন্ট সরকারের সোনালি দিনেও পূজালি ছিল কংগ্রেসের দুর্গ। বছরের পর বছর সেটাই ছিল ট্র্যাডিশন। ২০১৩ সালে কংগ্রেস কাউন্সিলররা তৃণমূলে যোগ দেওয়ায়, পুরসভা যায় তৃণমূলের দখলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের আওতাভুক্ত পূজালি। সেখানে তৃণমূলই অ্যাডাভান্টেজ। ঘাসফুল ঝড় ঠেকাতে সেখানেও এবার বাম-কংগ্রেস জোট। ১৬ ওয়ার্ডের পূজালি পুরসভা। ১৬টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে তৃণমূল। ৮ টি করে আসনে লড়ছে বাম আর কংগ্রেস। ১৬টি আসনেই লড়ছে বিজেপি।


কাঁথি উপনির্বাচনে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসার পর পূজালিতেও পদ্ম ফোটা নিয়ে জোর জল্পনা। অন্যদিকে জোটের ধারাবাহিক ব্যর্থতা ঢাকার চ্যালেঞ্জ বাম-কংগ্রেসের সামনে।