নিজস্ব প্রতিবেদন: রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে  চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সিপিএমনেতা মহম্মদ সেলিম, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, বিজেপিনেতা জয়প্রকাশ মজুমদার। প্রত্যেকের গলাতেই  প্রায় একই সুর শোনা গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জয়প্রকাশ মজুমদার বলেন, “রাজ্যে শান্তি নেই, গণতন্ত্র নেই। আলোচনাই তার প্রমাণ।” সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, “রাজ্যের প্রশাসন ভেঙে পড়েছে। রাজ্যজুড়ে ভয়ঙ্কর ঘটনা ঘটছে। সব দলকে কেন ডাকা হয়নি? আমার মনে সব দলকে এই বৈঠকে ডাকলে ভালো হত। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যে সংঘর্ষ হচ্ছে, তা নিয়ে বৈঠক করা আগেই উচিত ছিল। রাস্তা-ঘাটে এমনকি হাসপাতালেও যা ঘটছে, তা নিন্দনীয়।”


প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, “রাজ্যে যে হিংসা চলছে, তা থামাতে হবে। রাজ্যপাল সবার কথা শুনেছেন। সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন।”  রাজ্যপাল সব দলকেই বাংলার শান্তি ফেরানোর জন্য আবেদন জানিয়েছেন।


হাসপাতালে জটিলতা কাটাতে নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক


পাশাপাশি সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপাল বেশ কিছু পরামর্শও দিয়েছেন...


রাজনৈতিক হিংসা যাতে না ছড়ায়, তার জন্য সব রাজনৈতিক দলকেই নজর রাখতে হবে।


সমস্ত সম্প্রদায়ের মধ্যে শান্তি বজায় রাখতে হবে।


কোনও রাজনৈতিক ব্যক্তি যেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করেন।


কোনও রাজনৈতিক দলই যেন কোনও ধরনের গুন্ডামি, অভদ্রতা বরদাস্ত না করে।