হুগলি


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ বারের হুগলি লোকসভা নির্বাচনে কার্যত দ্বিমুখী লড়াই হতে চলেছে। তৃণমূল বনাম বিজেপি। ২০০৯ সাল থেকে এই কেন্দ্র তৃণমূলের গড় বলে পরিচিত। তৃণমূলের এবারের প্রার্থী রত্না দে ২০১৪ সালে প্রায় দু লক্ষ ভোটের ব্যবধানে জিতে সাংসদ হয়েছিলেন। হুগলি লোকসভা কেন্দ্র থেকে দু’বার সাংসদ হয়েছেন। উলটো দিকে বাংলার জনপ্রিয় অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থীকে করেছে বিজেপি। গত বার প্রায় ১৩ শতাংশ ভোট বৃদ্ধি করতে পেরেছে গেরুয়া শিবির। সিপিএম প্রার্থী প্রদীপ সাহা ভাল লড়াই দিতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


রত্না দে, তৃণমূল কংগ্রেস

বয়স-

৭০ বছর

ঠিকানা-

ভিআইপি রোড, মানিকতলা, কলকাতা-৫৪

আয় -

রত্না- ১৩.৭১ লক্ষ টাকা, স্বামী- ২৫.৭৩ লক্ষ টাকা

মামলা-

নেই

হাতে নগদ-

রত্না- ২৫ হাজার টাকা, স্বামী- ৩০ হাজার টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

রত্না- নেই, স্বামী- ৫.৫৫ লক্ষ টাকা

স্থাবর-

রত্না- ২০.৫০ লক্ষ টাকা, স্বামী- ৩৫ লক্ষ টাকা

ঋণ

নেই

শিক্ষা-

এমবিবিএস, কলকাতা বিশ্ববিদ্যালয়

পেশা

চিকিত্সা


 

লকেট চ্যাটার্জি, বিজেপি

বয়স-

৪৫ বছর

ঠিকানা-

আরএন টেগর রোড, কলকাতা- ৭৬

আয় -

লকেট- ৫.৫৭ লক্ষ টাকা, স্বামী- ১৬.৯০ লক্ষ টাকা

মামলা-

১৪৩, ১৪৯, ১৮৮, ৩২৬, ৩৫৪-সহ একাধিক ধারায় মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে

হাতে নগদ-

লকেট- ২৭,৫৩৪ টাকা, স্বামী- ২৫ হাজার টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

লকেট- ৮৪.৬৫ লক্ষ টাকা,  স্বামী- ৪৮.৯০ লক্ষ টাকা

স্থাবর-

লকেট- ১.৭৫ কোটি টাকা, স্বামী- ৫০ লক্ষ টাকা

ঋণ

নেই

শিক্ষা-

বিজ্ঞানে স্নাতক

পেশা

অভিনয়


 

প্রতুলচন্দ্র সাহা,  কংগ্রেস

বয়স-

৫৭ বছর

ঠিকানা-

জিতেন্দ্রনাথ সাহা, বালাগড়,  হুগলি-৭১২৫০১

আয় -

নেই, স্ত্রী- ৪৪ হাজার টাকা (২০১৭-১৮)

অপরাধ-

৩০৪, ১৪৭, ১৪৮,১৪৯ ধারায় একটি মামলা রয়েছে।

হাতে নগদ-

প্রতুল- ২৫ হাজার টাকা,  স্ত্রী- ১২ হাজার টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

প্রতুলচন্দ্র- ১.৬৩লক্ষ টাকা, স্ত্রী- ২.৯৪লক্ষ টাকা

স্থাবর-

১৩.৩১লক্ষ টাকা

ঋণ

নেই

শিক্ষা-

উচ্চমাধ্যমিক

পেশা

সমাজসেবা


 

প্রদীপ সাহা, সিপিএম

বয়স-

৫৪ বছর

ঠিকানা-

বৈঁচি, পাণ্ডুয়া, হুগলি

আয় -

নেই

মামলা-

রেল সংশোধনী আইনের ১৭৪(এ),১৪৬, ১৪৭ ধারায় মামলা রয়েছে

হাতে নগদ-

প্রদীপ- ১৫০০ টাকা, স্ত্রী- ২০০০ টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

প্রদীপ- ৬৭ হাজার টাকা, স্ত্রী- ৭.৯৮ লক্ষ টাকা

স্থাবর-

প্রদীপ- ৪.৯০লক্ষ টাকা, স্ত্রী- ৩.২০লক্ষ টাকা

ঋণ

নেই

শিক্ষা-

উচ্চমাধ্যমিক, ১৯৮৩

পেশা

সমাজসেবা