নিজস্ব প্রতিবেদন: বনধকে কোনও ভাবেই সমর্থন করবেন না। আগামী ৮ জানুয়ারি বিরোধীদের ডাকা বনধ মাথায় রেখে কাকদ্বীপ ও সাগরে সাফ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'জেদি মেয়ে, তাই পিছিয়ে আসতে বলব না' মন্তব্য ঐশীর দিদার


এদিকে, ৮ জানুয়ারি বনধের দিন রাজ্য সরকারের সব কর্মচারীকে অফিসে আসতে হবে। নবান্ন থেকে জারি করা হল বিজ্ঞপ্তি।  ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিএএ-এনআরসির বিরুদ্ধে বাম ও বিরোধীদের ডাকা বনধের দিন ছুটি পাবেন না সরকারি কর্মীরা। শুধু তাই নয় বনধের আগের দিন অর্থাত্ ৭ জানুয়ারি ও বনধের পরের দিন ৯ জানুয়ারিও আসতে হবে অফিসে।


ওই তিন দিন অফিসে না এলে করা হবে শো-কজ। কাটা হবে বেতন ও ছুটি। এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে অফিস আসার বাধ্যবাধকতা থেকে বাইরে রাখা হয়েছে  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কোনও নিকটাত্মীয়ের মৃত্যুজনিত কারণকে। এছাড়াও মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রেও এই বিজ্ঞপ্তি কার্যকর হবে না।



আরও পড়ুন-দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা; ভোটগ্রহণ ৮ ফেব্রুয়ারি, ১১ তারিখ গণনা


উল্লেখ্য ২০১১ সালের রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বনধের বিরোধিতা করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বিরোধীরা বারেবারেই বলেছে ধর্মঘট করা গণতান্ত্রিক অধিকার। দাবি আদায়ে ধর্মঘটই একমাত্র পন্থ। সেই দাবিকে আমল না দিয়ে এবারও একই রাস্তায় হাঁটলেন মমতা।