নিজস্ব প্রতিবেদন: শিশু বিক্রির অভিযোগ প্রাক্তন সিপিএম কাউন্সিলরের বিরুদ্ধে। বজবজ পুরসভার মল্লিক পাড়া এলাকার ঘটনা।


এলাকাবাসীদের অভিযোগ, দু-তিন দিন আগে প্রাক্তন কাউন্সিলর প্রবীর সানি ও তার সঙ্গী হামিদুল ইসলাম ৪-৫ দিনের একটি বাচ্চাকে নিয়ে আসে। সারফুদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে বাচ্চাটিকে লুকিয়ে রাখারও চেষ্টা করে তারা। কিন্তু তাঁর বাড়ির লোকজন শিশুটির পরিচয় জানতে চাইলে অশান্তি বেধে যায়। এরপরই গ্রামের লোকজন বাচ্চাটির কথা জেনে যাওয়ায় প্রবীর বাচ্চাটিকে নিয়ে পালানোর চেষ্টা করে। এই পরিস্থিতিতে লোকজনের সন্দেহ হওয়ায় বাচ্চাটিকে ঝোপে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্ত। পুলিস এসে বাচ্চাটিকে উদ্ধার করে। বর্তমানে কড়বেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুটিকে। আরও পড়ুন- ভরদুপুরে বৈদ্যবাটী প্ল্যাটফর্মে যুবক খুন