চম্পক দত্ত: ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু। এবার অভিযোগ উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে! অভিযোগের তীর হাসপাতালের প্রসূতি বিভাগের বিরুদ্ধে। অভিযোগ, বুধবার রাতে সিজার হওয়া একাধিক প্রসূতি (৬ জন) বৃহস্পতিবার সকাল থেকে গুরুতর অসুস্থ হতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানান্তরিত করা হয় ICU-তে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভেন্টিলেশনে দেওয়া হয় ৩ জনকে। তাঁদের মধ্যেই এক প্রসূতির মৃত্যু হয় শুক্রবার ভোরে। মৃতার নাম মামণি রুইদাস। তাঁর স্বামীর নাম দেবাশীষ রুইদাস। বাড়ি গড়বেতা থানা এলাকায়। বাপের বাড়ি কেশপুর থানাতে। বুধবার রাতে সিজারের পর পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন তিনি। এর আগে তাঁর একটি কন্যা সন্তান ও আছে। এদিকে প্রসূতি মৃত্যুর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ ভুল স্যালাইন বা মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রয়োগের ফলেই মৃত্যু হয়েছে প্রসূতির এবং বাকি প্রসূতিরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কয়েকজন চিকিৎসকেরদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী।


আরও পড়ুন:Uttar Pradesh Shocker: হাড়হিম! মেঝেতে বাবা-মা, বিছানার খোপ থেকে উদ্ধার ৩ সন্তানের নিথর দেহ...


প্রসঙ্গত, কিছুদিন আগেই শিশু জন্মানোর পর প্রসূতি মারা যাওয়াই চরম উত্তেজনা। আসানসোলের রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালের ঘটনা। হাসপাতালের সামনের ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আত্মীয় ও পরিজনেরা। রাতে রীতিমতো হিমসিম খেতে হয় পুলিসকে। পরে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমে। নার্সিংহোম কর্তৃপক্ষ শিশুটিকে মাস ছয়েক নিজেদের কাছে রেখে চিকিৎসা ও লালন পালন করবে বলে জানা গিয়েছে।


জানা যায়, শনিবার সকালে অন্ডালের গোপালমাঠ এলাকার বাসিন্দা কার্তিক বাউরির স্ত্রী বছর ৩২-এর মামনি বাউরী প্রসব যন্ত্রণা নিয়ে রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। ডাক্তার বিজন মুখোপাধ্যায় তাঁর চিকিৎসা করেন। বিকালে ওই প্রস্তুতির সিজার করে বাচ্চা প্রসব করানো হলে তাঁর শারীরিক অবস্থার অবনতির পর মৃত্যু হয়। আর এই ঘটনার খবর পাওয়ার পর পরই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। আর এই ঘটনার খবর পেয়ে এদিন রাতেই ঘটনাস্থলে হাজির হন পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির স্থানীয় নেতারা। শিশুটির লালন পালনের ভার মাস ছয়েক জন্য নেবে বলে ঠিক হয়েছে। এরপর আন্দোলন থামে।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)