নিজস্ব প্রতিবেদন:   নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক গৃহ শিক্ষিকার স্বামীকে গণধোলাই দিয়ে পুলিসের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সুলতাননগর এলাকায়।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে,  বুধবার দুপুরে গৃহশিক্ষিকার কাছে টিউশন পড়তে আসে এলাকার পঞ্চম শ্রেণির এক ছাত্রী। অভিযোগ,  টিউশন শেষে ওই ছাত্রীর উপর যৌন নির্যাতন করে গৃহ শিক্ষিকার স্বামী শুভাশিস মণ্ডল। কোনওরকমে বাড়ির বাইরে বেরিয়ে ওই ছাত্রী চিৎকার শুরু করলে চম্পট দেয় অভিযুক্ত।

আবাসনের তিন তলার ব্যালকনি থেকে ঝাঁপ?  রক্তাক্ত অবস্থায় উদ্ধার ৩ বছরের শিশুকন্যা-সহ মহিলা



রাতে অভিযুক্ত বাড়ি ফিরলেই তাকে ধরে গণধোলাই দেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে  যায় দাসপুর থানার পুলিস। অভিযুক্তকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দাসপুর থানার পুলিস। এলাকায় যাতে নতুন করে কোনও উত্তেজনা তৈরি না হয় তার দিকে নজর রাখছেন পুলিসকর্মীরা।